খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৩ জুন) সকাল ৯টার দিকে ইউনিয়নের পূর্ব এলাহাবাদ (সওদাগর পাড়া) এলাকার চাইলাছড়ি এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন- স্থানীয় বাসিন্দা মো. হারুন (৭০), তার দুই ছেলে নোমান (২০) ও মাঈম (১৫)।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, আট সদস্যের একটি সশস্ত্র শান্তিবাহিনী দল পূর্ব এলাহাবাদ এলাকার লেবু বাগানসংলগ্ন চাইলাছড়ি থেকে হারুন ও তার দুই ছেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতদের মধ্যে নোমানকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ এনে দেয়ার শর্তে ছেড়ে দেয়া হয়।
আরও পড়ুন: টেকনাফে নিখোঁজের ৩২ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার
নোমান ফিরে এসে দ্রুত ঘটনাটি চন্দনাইশ সেনা ক্যাম্পে জানালে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধর নেতৃত্বে ৩৬ সদস্যের একটি টহল দল অভিযানে নামে। সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা সইন্নারঢালা, ধুচরি, স্বরবাথুলি ও ছইল্লাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। প্রায় ১৮ থেকে ২০ কিলোমিটারজুড়ে বিস্তৃত এই অভিযানে তিন দিক থেকে সন্ত্রাসীদের ঘেরাও করা হয়।
সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা হারুন ও মাঈমকে রেখে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, এ অঞ্চলে দীর্ঘদিন ধরে শান্তিবাহিনীর অপহরণের ঘটনা ঘটে আসছে। তবে সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে।