অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে খুলতে পারে এশিয়া কাপের দরজা

১ দিন আগে
চলতি মাসের শেষদিকে অস্ট্রেলিয়ায় ১০ দল নিয়ে শুরু হতে যাচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। গত বছর 'এ' দলের হয়ে এই টুর্নামেন্টে ভালো করেই জাতীয় দলে জায়গা ফিরে পেয়েছিলেন শামীম হোসেন। এবারও জাতীয় দলে ফেরার বড় মঞ্চ হতে পারে এই টপ এন্ড সিরিজ।

এশিয়া কাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে খেলতে যাওয়ার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি সিরিজ খেলবে টাইগাররা। কোনো সন্দেহ নেই, এই সিরিজ দিয়েই এশিয়া কাপের দল নির্বাচনের কাজ প্রায় সেরে ফেলবেন নির্বাচকরা। প্রতিপক্ষ খানিকটা দুর্বল হওয়ায় কিছু পরীক্ষা-নিরীক্ষাও করে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট।


তবে এশিয়া কাপের আগে দলে ফেরার আরেকটি বড় মঞ্চ হতে পারে টপ এন্ড টি-টোয়েন্টি। চলতি মাসের ১৪ তারিখ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে টুর্নামেন্টটি। ধারণা করা যাচ্ছে, 'এ' দলের একটি শক্তিশালী দলই পাঠানো হতে পারে এবারের টুর্নামেন্টে। যার নেতৃত্বভার দেয়া হতে পারে নুরুল হাসান সোহানের হাতে।


গতবার টপ এন্ডে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল পাঠিয়েছিল। এবার পাঠাচ্ছে 'এ' দল। এখনও দল ঘোষণা না হলেও জাতীয় দলে খেলা বেশকিছু ক্রিকেটারও থাকতে পারেন এই দলে। এদের মধ্যে নাইম শেখ-আফিফ হোসেন ধ্রুবরা প্রায় নিশ্চিত নাম৷


আরও পড়ুন: সিরাজের আগুনে বোলিংয়ে পুড়ল ইংল্যান্ড, রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাঁচালো ভারত


অস্ট্রেলিয়া যাওয়ার আগে চট্টগ্রামে এখন এইচপির সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে 'এ' দল। এই সিরিজের পরই হবে দল ঘোষণা। ভালো খেললে এইচপি থেকেও পাওয়া যেতে পারে টিকিট।  সূত্র থেকে জানা গেছে, জিসান আলম, ইফতেখার ইফতি, মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, রিপন মন্ডল, তোফায়েল আহমেদ ও রাকিবুল ইসলামরা আছেন নির্বাচকদের গুডবুকে। তবে এই তালিকায় যুক্ত হতে পারে অন্য নামও।


'এ' দলের বেশিরভাগ খেলোয়াড়ই জাতীয় দলের। তবে তাদের অনেকেই দীর্ঘদিন ধরে সুযোগ পাচ্ছেন না। টপ এন্ডের এই টুর্নামেন্টই হতে পারে সেসব ক্রিকেটারদের জাতীয় দলে ফেরার মঞ্চ। তবে কাজটা সহজ হবে না। এখন দলে ফেরা মানে এশিয়া কাপের দলে ফেরা। আর সেটা করতে হলে যে অগ্নিপরীক্ষা দিতে হবে, সেটা বলার অপেক্ষা রাখে না।


এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ আবু ধাবিতে। ধারণা করা যাচ্ছে, সেখানে স্পোর্টিং উইকেটেই ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। অস্ট্রেলিয়ার বেশিরভাগ উইকেটও স্পোর্টিং ধরনের। তাই এই সিরিজের পারফরম্যান্স বিশেষ বিবেচনা করবেন নির্বাচকরা। আর এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় এই সিরিজে নজরটা রাখতেই হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।


টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ থেকে এশিয়া কাপের দলে খেলোয়াড় বাছাইয়ের ইঙ্গিত দিয়েছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম নিজেই। তিনি বলেন,  ‘এখানে এমন খেলোয়াড় আছেন যারা এশিয়া কাপে খেলতে পারেন। তবে পুরো বিষয়টি নির্বাচকদের উপর নির্ভর করছে। আমি নিশ্চিত নই তবে এক বা দু’টি নাম এশিয়া কাপের দলে থাকতে পারে।’


জাতীয় দলে না ফিরতে পারলেও টপ এন্ডের পারফরম্যান্স ক্রিকেটারদের ভবিষ্যতের জন্য ভালো ফল বয়ে আনতে পারে, এমনটাও বুঝিয়েছেন ফাহিম। তিনি বলেন, ‘আমরা ভবিষ্যত খেলোয়াড়দের দিকে তাকিয়ে আছি। আশা করি, এখান থেকে আমরা এমন কিছু খেলোয়াড় পাব যারা বর্তমানে জাতীয় দলে থাকা খেলোয়াড়দের জায়গায় খেলার সুযোগ পেতে পারে এবং জাতীয় দলকে আরও বেশি শক্তিশালী করে তুলবে।’


আরও পড়ুন: রোহিত-কোহলি থাকলে সিরিজের ফল অন্যরকম হতো


এদিকে, বাংলাদেশ ‘এ’ দল ছাড়াও টপ এন্ড টি–টোয়েন্টিতে খেলবে পাকিস্তান শাহীনস, নেপাল, দ্য কিংসমেন, অ্যাসিটি কমেট, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেন্স, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টারস, পার্থ স্কচার্স। যদিও সবার সঙ্গে সবার খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদ্রশ। গ্রুপ পর্বে প্রতিটি দলই ৬টি করে ম্যাচ খেলবে।  


আগামী ১৪ আগষ্ট উদ্বোধনী দিনে পাকিস্তান শাহীনসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। ১৬ আগষ্ট বাংলাদেশের খেলা নেপালের বিপক্ষে। পরদিন অর্থাৎ ১৭ আগষ্ট বাংলাদেশের প্রতিনিধিদের প্রতিপক্ষ বিগ ব্যাশের পার্থ স্কচার্স। ১৯ আগষ্ট বাংলাদেশের ম্যাচ স্বাগতিক নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের সঙ্গে। ২১ আগষ্ট বিগ ব্যাশের আরেক দল মেলবোর্ন স্টারস। বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটা)।


গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিনিধিদের শেষ ম্যাচ অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। বাংলাদেশ সময় দুপুর ‍দুইটায় খেলতে নামবে তারা। গ্রুপ পর্বের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। টুর্নামেন্টের গত আসরে রানার আপ হয়েছিল বাংলাদেশ। এবার শিরোপা জিততে পারে কিনা, সেটাই দেখার অপেক্ষা।

]]>
সম্পূর্ণ পড়ুন