ক্রাইস্টচার্চে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ দিয়ে আবার মাঠে নামছে ইংল্যান্ড। তিনটি টি-২০ ও সমানসংখ্যক ওয়ানডের পর শুরু হবে তাদের অ্যাশেজ লড়াই। সাউদি পার্থে প্রথম টেস্ট পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এরপর আইএলটি২০ খেলতে চলে যাবেন আরব আমিরাতে।
সাউদির জায়গায় বোলিং কোচ হিসেবে ইংল্যান্ড নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড সাকেরকে। তার অফিসিয়াল পদবি ‘স্পেশালিস্ট স্কিলস কনসাল্টেন্ট’। এই অজি এর আগেও ইংল্যান্ডের হয়ে কাজ করেছেন। ২০১০-২২ মৌসুমে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের ৩-১ ব্যবধানে অ্যাশেজ জয়-যাত্রায় যুক্ত ছিলেন তিনি। ক্রিকইনফোর খবরে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ক্যামেরন গ্রিনের ইনজুরি, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বদলি লাবুশেন
সাকের নিয়োগ পেয়েছেন সাউদির অনুপস্থিতিতে। যদিও সাউদি ইংল্যান্ড দল ছাড়ার আগেই তিনি যোগ দেবেন, সাবেক কিউই পেসারের সঙ্গে কাজ করবেন গা গরমের ম্যাচগুলোতে। পার্থ টেস্ট শুরু হবে ২১ নভেম্বর। পরের ম্যাচগুলো যথাক্রমে ৪, ১৭, ২৬ ডিসেম্বর ও ৪ জানুয়ারি।
সাকের তাসমানিয়া ও ভিক্টোরিয়ার হয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। ৭২টি প্রথম শ্রেণির ম্যাচে ডানহাতি মিডিয়াম পেস বোলিংয়ে ২৪৭ উইকেট নিয়েছেন তিনি। ৪৩টি লিস্ট ‘এ’ ম্যাচে তার উইকেট ৪৬টি।

 ১ সপ্তাহে আগে
                        ২
                        ১ সপ্তাহে আগে
                        ২
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·