অস্ট্রেলিয়ার পার্লামেন্ট তাই বের করল নতুন কুবুদ্ধি। আইন বদলে নতুন ধারা যোগ করল, অস্ট্রেলিয়ায় সবাই ঢুকতে পারবে; কিন্তু তার আগে দিতে হবে ভাষার পরীক্ষা। এমনভাবে এই পরীক্ষা সাজানো হলো, যাতে ইউরোপিয়ান বাদে কোনো কাকপক্ষীও ঢুকতে না পারে। সাদা অস্ট্রেলিয়ার সেই ভাষা পরীক্ষাই হলো আজকের আইইএলটিএসের পিতামহ।