অসুস্থতা কাটিয়ে যে খবর দিলেন মুশফিক আর ফারহান

২ সপ্তাহ আগে
ঠিকঠাক চলছিল ছোটপর্দার অভিনেতা মুশফিক আর ফারহানের। হঠাৎ গত ৩ জানুয়ারি অসুস্থ পড়েন অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শেষ পর্যন্ত আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নিতে হয়। তবে বর্তমানে অসুস্থতা কাটিয়ে উঠেছেন তিনি।

অভিনয়গুণে অসংখ্য ভক্তের হৃদয় জয় করেছেন এই অভিনেতা। তার অসুস্থতার খবরে চিন্তিত হয়ে পড়েন তার অনুসারীরা।


তবে শারীরিক অসুস্থতা কাটিয়ে ফের কাজে ফিরেছেন তিনি।


সংবাদ মাধ্যমকে মুশফিক আর ফারহান বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে নাটক ইন্ডাস্ট্রিতে কাজের সংখ্যা কিছুটা কমে গিয়েছিল। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ইন্ডাস্ট্রিতে আবারও কাজের গতি ফিরে আসছে। ভালো লাগার বিষয় হল দর্শক আবারও নাটক দেখছেন।’


বছরের প্রথম কাজ নিয়ে সুখবরও দিলেন ফারহান। তার কথায়, ‘বছরের প্রথমদিন মুক্তি পেয়েছে মোহাম্মদ তৌফিকুল ইসলামের পরিচালনায় আমার নাটক ‘সুইট ফ্যামিলি’। নাটকটি দারুণভাবে গ্রহণ করেছে দর্শক। এই নাটকে আমার সহশিল্পী ছিলেন অর্চিতা স্পর্শিয়া। দুই সপ্তাহে নাটকটি ১০ মিলিয়ন (এক কোটি) দর্শকের ভালোবাসা অর্জন করেছে। অভিনেতা হিসেবে এটা আমার জন্য সত্যি ভালোলাগার বিষয়।’


তিনি বলেন, ‘অসুস্থতা কাটিয়ে ফের কাজে ফিরেছি। দর্শকের ভালোলাগার কথা মাথায় রেখেই কিন্তু প্রতিটি নাটকের গল্প নির্বাচন করি। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে দুটি নাটকের অভিনয় করার কথা রয়েছে। নাম ঠিক না হলেও শুটিং শুরু করেছি। আশাকরি ভালো কিছু আসবে।’

 

আরও পড়ুন: ইউটিউবে কী দেখছে মানুষ?


মুশফিক আর ফারহান তরুণ প্রজন্মের দর্শকদের কাছে আলোচিত নাম। তার বেশির ভাগ নাটকই ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকে। গত বছর শীর্ষ ১০ নাটকের ৩টিই ছিল ফারহান অভিনীত।

 

আরও পড়ুন: তীব্র প্রেমের গল্প 'নিরুদ্দেশ'

]]>
সম্পূর্ণ পড়ুন