অশ্বিনের দলের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

৩ সপ্তাহ আগে
ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের দল দিন্ডিগুল ড্রাগনসের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে দিন্ডিগুল ড্রাগনসের অধিনায়ক তিনি। ভারতের সাবেক এ স্পিনারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে ওই লিগেরই অন্য একটি ফ্র্যাঞ্চাইজি।

সোমবার (১৬ জুন) একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি মাদুরাই প্যান্থার্সের বিরুদ্ধে ম্যাচ ছিল অশ্বিনের দলের। সেই ম্যাচে ৯ উইকেটে জয় পায় দিন্ডিগুল। ১৫১ রানের লক্ষ্য সহজেই তুলে নেয় অশ্বিনের দল। তিনি নিজে ২৯ বলে ৪৯ রান করেন। আর তারপরই ড্রাগন্সের বিরুদ্ধে অভিযোগ এনেছেন প্যান্থার্স।


ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, আয়োজকেরা অভিযোগের পক্ষে তথ্য–প্রমাণ দিতে বলেছেন মাদুরাই প্যান্থার্সকে। যদিও এখনও প্রমাণ দিতে পারেনি মাদুরাই।  


দিন্ডিগুলের বিরুদ্ধে প্যান্থার্সের ম্যাচে বল টেম্পারিংয়ের গুরুতর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। প্যান্থার্সের সিইও ডি পূজা ভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেছেন, সাবধান করা সত্ত্বেও তারা বল টেম্পারিং করেছে। তোয়ালের মধ্যে কোনোরকম রাসায়নিক পদার্থ রাখা ছিল। সেটার সাহায্যে বল বিকৃত করা হয়েছে।


আরও পড়ুন: মাকে আইসিইউতে রেখেই ইংল্যান্ডের পথে গম্ভীর 
 

R Ashwin has been cleared of ball-tampering charges by the TNPL after allegations were made by Siechem Madurai Panthers against him and Dindigul Dragons

Full story: https://t.co/vDaU9tJpMH pic.twitter.com/606jnVWxrW

— ESPNcricinfo (@ESPNcricinfo) June 16, 2025



লিগের তরফ থেকে বলা হয়েছে, আমরা অভিযোগ পেয়েছি। আমরা তাদেরকে বলেছি প্রমাণ দিতে। যদি তাদের অভিযোগে কোনো সত্যতা থাকে, তাহলে আমরা একটা স্বাধীন কমিটি গঠন করব। কোনো প্রমাণ ছাড়া এভাবে কোনো প্লেয়ার বা ফ্র্যাঞ্চাইজির নাম বলা যায় না। আর যদি মাদুরাই কোনো প্রমাণ না দিতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।


ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেস' জানিয়েছে, ভেজা মাঠের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তোয়ালে সরবরাহ করে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন। খেলোয়াড়েরা আম্পায়ারের সামনে তোয়ালে দিয়ে বল মুছে শুকনা করতে পারবেন। প্রতি ছক্কা বা আউটের পর বল আম্পায়ারকে দিতে হয়। তখন আম্পায়ার বল পরীক্ষা করেন। সেই ম্যাচে আম্পায়ার কোনো সমস্যা খুঁজে পাননি বলে জানিয়েছেন টিএনপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রসন্ন কানন।  

]]>
সম্পূর্ণ পড়ুন