‘অলৌকিকভাবে’ বেঁচে গেছেন এক যাত্রী, ভিডিও প্রকাশ!

৩ সপ্তাহ আগে
ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় এক ব্যক্তি প্রাণে বেঁচে গেছেন এবং তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই বিমান দুর্ঘটনায় ‘কেউ বেঁচে নেই’ বলে বিবৃতি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই, আহমেদাবাদ পুলিশ নিশ্চিত করেছে যে দুর্ঘটনায় একজন বেঁচে গেছেন। 

 

প্রতিবেদনে দাবি করা হয়, ১১এ সিটে থাকা ওই যাত্রীকে ‘ঘুরে বেড়াতে’ দেখা যায় -- তার সাদা টি-শার্ট এবং গাঢ় রঙের প্যান্ট সামান্য ঝলসে গেছে।

 

তবে এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি বা এর সত্যতাও নিশ্চিত করা সম্ভব হয়নি। 

 

আরও পড়ুন: ভারতে বিমান দুর্ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর বার্তা

 

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এর আগে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছিল, বিমান দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের কোনো আরোহী বেঁচে নেই। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন।

 

স্থানীয় পুলিশপ্রধান জিএস মালিকও জানিয়েছিলেন, উড়োজাহাজটিতে থাকা কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। জিএস মালিক জানান, আবাসিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ায় কিছু স্থানীয় বাসিন্দারও মৃত্যু হতে পারে।

 

তবে সব আরোহীর মৃত্যুর ব্যাপারে এখনো বিস্তারিত বা আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

 

বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই এটি আছড়ে পড়ে।

 

আরও পড়ুন: গুজরাটে দুর্ঘটনা /বিমানটি আছড়ে পড়ে মেডিকেল কলেজের হোস্টেলে, বহু শিক্ষার্থী নিহত!

 

বিমানটিতে ২৩২ জন সাধারণ যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন। এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন