লস অ্যাঞ্জেলস অলিম্পিকের এখনও বাকি তিন বছর। এলএ কর্তৃপক্ষ এরই মধ্যে নিশ্চিত করেছে ১২৮ বছর পর আবারও গ্রেটেস্ট শো অন আর্থে ফিরছে ক্রিকেট। মোট ছয় দল নিয়ে হবে আসর। যেখানে খেলার সুযোগ পাবে নারী পুরুষ উভয়েই। তবে সমস্যা হলো অলিম্পিকে অন্যান্য ইভেন্টের মতো ক্রিকেটের নেই সরাসরি কোন বাছাই প্রক্রিয়া।
জিম্বাবুয়েতে বৈঠকে বসেছিলেন আইসিসির বড় কর্তারা। অলোচনার মূল এজেন্ডায় অলিম্পিক গেমস না থাকলেও, কথা হয়েছে টুকটাক। লস অ্যাঞ্জেলস ৬ দলের কথা বললেও গুঞ্জন আছে এই সংখ্যাটা নেমে আসতে পারে পাঁচে। তাছাড়া স্বাগতিক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি খেলবে অলিম্পিকে। সেই হিসেবে স্লট ফাঁকা থাকে ৪ অথবা ৫টি। সেই দলগুলো কোন প্রক্রিয়ায় জায়গা পাবে তা নিয়ে রয়েছে চরম ধোঁয়াশা।
আরও পড়ুন: শাস্তি আরও বাড়ল হৃদয়ের
আপাতত কোয়ালিফাইং নিয়ে চার ধরণের ভাবনা আছে আইসিসির। প্রথমত র্যাঙ্কিং’র হিসেবে দল নিশ্চিত করা। এটা সম্ভব না হলে অলিম্পিকের জন্য একটি আলাদা বাছাই টুর্নামেন্ট করা। আবার অনেকের মত, ২০২৬ টি-২০ বিশ্বকাপের ফলাফলের ওপর ভিত্তি করে হোক দল নির্বাচন। এই তিন বিষয়ে সমাধান না আসলে হয়তো সরাসরি আমন্ত্রণের পথে যাবে আইসিসি।
র্যাঙ্কিং’র পথে হাটলে সমস্যা তৈরি হবে পাকিস্তান নিয়ে। কারণ টি-২০-তে ওদের অবস্থান এখন সপ্তম স্থানে। মেন ইন গ্রিনদের যে অবস্থা, তাতে খুব দ্রুতই যে তারা টপ ফাইভে উঠে আসবে তাও সম্ভব নয়। এই পরিস্থিতিতে পাকিস্তানকে বাইরে রেখে অলিম্পিকের কথা চিন্তা করলে সমালোচনার মুখে পড়বে আইসিসি। কারণ এমন একটা ইভেন্টে তারা ব্যর্থ হবে ভারত-পাকিস্তান রাইভালরি বিশ্বের সামনে তুলে ধরতে।
আরও পড়ুন: পিএসএলে না খেলার আক্ষেপ নিয়ে দেশে ফিরে যা বললেন লিটন
সমস্যা আছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ নিয়েও। কারণ ইংল্যান্ড অলিম্পিকে খেলে গ্রেট ব্রিটেন হিসেবে। সেক্ষেত্রে ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে স্কটল্যান্ড এবং নর্দান আয়ারল্যান্ডের ক্রিকেটার নিয়ে একটি সমন্বিত দল করা অসম্ভব। একই সমস্যা ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রেও। কারণ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলো অলিম্পিকে নিজ পতাকাতলেই অংশ নিয়ে আসছে।
সব মিলিয়ে অলিম্পিক গেমসে ক্রিকেট নিয়ে একটা ঝামেলায় পড়তে চলেছে আইসিসি। হাতে সময় আছে এমন ভাবনায় কালক্ষেপন করলে পরিস্থিতি জটিল হতে পারে আরও।
]]>