শনিবার (১৮ অক্টোবর) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২০৮ রানের লক্ষ্যে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। এই রিপোর্ট লেখার সময় ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৯ রান করেছে ক্যারিবীয়রা।
রান তাড়া করতে নেমে তাসকিন আহমেদের করা প্রথম ওভারটা মেডেন দেয় ক্যারিবীয়রা। দ্বিতীয় ওভারেই স্পিনার তানভীরকে আক্রমণে আনেন অধিনায়ক মিরাজ। এই ওভারটাও মেডেন পায় বাংলাদেশ। শুরুতে দেখেশুনেই খেলেন কিং-আথানাজে জুটি।
আরও পড়ুন: ফিটনেস নিয়ে নির্বাচকদের কথার জবাব মাঠেই দিলেন শামি
কারিবীয়রা হাত খোলে তৃতীয় ওভারে। তাসকিনের ওভারে একটি করে চার-ছক্কায় ১০ রান নেন কিং। আর তানভীরের করা পরের ওভারে ১৮ রান তোলেন আথানাজে। এই ওভারে ৩টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।
প্রথম ১০ ওভারে অধিনায়ক মিরাজসহ চারজন বোলিং করেও সুবিধা করে উঠতে পারেননি। বিনা উইকেটে ৪৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
অবশেষে বাংলাদেশ ব্রেকথ্রু পায় ১২তম ওভারে। লেগ স্পিনার রিশাদের হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক মিরাজ। তার করা ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়ে যান আথানাজে। রিভিউ নিলেও বাঁচতে পারেননি তিনি। ৩৬ বলে ২৭ রান করে আউট হন তিনি। ওয়েস্ট ইন্ডিজ প্রথম উইকেট হারায় ৫১ রানে। 

 ১ সপ্তাহে আগে
                        ৩
                        ১ সপ্তাহে আগে
                        ৩
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·