সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের পহেলগামে হামলায় এক পর্যটক নিহতের ঘটনার পরপরই সৌদি আরবে থাকা নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেন। যদিও এ হামলায় অন্তত ৫ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।
ওই সূত্র আরও জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় হামলার স্থান পরিদর্শনের জন্য অমিত শাহকে ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যালোচনা করতে বলেছেন।
এর পরপরই অমিত শাহ তার বাড়িতে একটি বিশেষ সভা ডাকেন। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, সিআরপিএফ ডিজি, জম্মু কাশ্মীর ডিজি এবং সেনাবাহিনীর কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন।
আরও পড়ুন: মোদিকে পাহারা দিয়ে নিয়ে গেল সৌদি আরবের যুদ্ধবিমান!
এনডিটিভি বলছে, হামলাকারীরা ছদ্মবেশে ছিল এবং ‘টার্গেট করে’ এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত পর্যটকদের পহেলগামের একটি স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, এই হামলা সাম্প্রতিক বছরগুলোতে দেখা ‘আক্রমণের চেয়ে অনেক বড়’ ছিল।
সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘মৃত্যুর সংখ্যা (কাশ্মীরের হামলায়) এখনও নিরূপণ করা হচ্ছে, তাই আমি বিস্তারিত বলতে পারছি না। পরিস্থিতি স্পষ্ট হওয়ার সাথে সাথে এগুলো আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বলা বাহুল্য, সাম্প্রতিক বছরগুলোতে বেসামরিক লোকদের ওপর আমরা যা দেখেছি তার চেয়ে এই আক্রমণ অনেক বড়।’
আরও পড়ুন: দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার ঘোষণা অমিত শাহ’র
এই ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন ওমর আবদুল্লাহ।
সূত্র: এনডিটিভি
]]>