গল্পটা ইংরেজ আমলের হলেও সামাজিক বৈষম্যের যে চিত্র উঠে আসে, সেটা চিরকালের। বর্তমান সময়ে দাঁড়িয়েও আমরা কেউ বলতে পারি না, ধনী-দরিদ্র সামাজিক ভেদাভেদ, শ্রেণিচরিত্র আজও ঘুচেছে। শোষক শ্রেণির রূপের পরিবর্তন হয়েছে মাত্র। গরিব মানুষ যেই তিমিরে, সেই তিমিরেই রয়ে গিয়েছে। এখানে নাকখত দেওয়া চিরকালের দাস যতীনের বাড়িতে নিয়মিত মদ পাঠায় গ্রামের মহাজন মণি হালদার।