রোববার রাওয়ালপিণ্ডিতে লাহোর কালান্দার্সের হয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৭৯ রানের বড় জয় পেয়েছে রিশাদের দল।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে লাহোরকে ব্যাটিংয়ে পাঠায় কোয়েটা। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে লাহোর। ৩৯ বলে ৬৭ রান করেন ফখর জামান। এছাড়া ১৯ বলে ৫০ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত ছিলেন স্যাম বিলিংস। রিশাদ ১ বলে ১ রানে অপরাজিত ছিলেন।
আরও পড়ুন: করাচির জয়ের ম্যাচে ইতিহাস গড়লেন খুশদিল
এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কোয়েটা। রিশাদের প্রথম স্বীকার রাইলি রুশো। শেষ দিকে মোহাম্মদ আমির এবং আবরারের উইকেটও পান তিনি।
এবারের পিএসএলে ড্রাফট থেকে রিশাদ ছাড়াও দল পেয়েছিলেন লিটন দাস এবং নাহিদ রানা। টাইগার ওপেনার লিটন অবশ্য পিএসএল খেলতে পারছেন না। অনুশীলনে আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে তার। যার কারণে দেশে ফিরে এসেছেন তিনি।
এদিকে একটি টেস্ট খেলে তারপর পিএসএলে খেলতে যাবেন নাহিদ রানা। তাই পুরো সময়ের জন্য তিনি এনওসি পাচ্ছেন না। আসরে নিজেদের প্রথম ৫ ম্যাচ মিস করতে পারেন পেশোয়ার জালমির হয়ে খেলতে যাওয়া এই পেসার।