শনিবার (২১ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩ বোতল স্কচ হুইস্কি উদ্ধার করে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম।
অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক মো. রবিউল্লাহ। এ সময় তার সঙ্গে সহকারী উপ-পরিদর্শক মো. সায়েম মিয়া, মো. সাদ্দাম হোসেন, তাপস চন্দ্র সেন, মো. রনি ও হিরনায় শর্মা উপস্থিত ছিলেন।
অভিযানে বসতঘরে উপস্থিত নিবারণ দত্ত ওরফে রানু দত্তকে আটক করা হয়। পরে ঘরের ভেতরে রাখা একটি নেভি ব্লু ট্রাভেল ব্যাগ ও একটি ট্রাংক তল্লাশি করে ২৫ বোতল ‘গ্লেন ফিডিচ স্কচ হুইস্কি’ (প্রতিটি ৩৭৫ মিলি) ও ৮ বোতল ‘রেড লেবেল স্কচ হুইস্কি’ জব্দ করা হয়। এসব মদের মোট পরিমাণ ১২.৩৭৫ লিটার, যার বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
আরও পড়ুন: জয়পুরহাটে মাদক তৈরির কারখানায় চোলাই মদসহ আটক ৩
জিজ্ঞাসাবাদে আটক নিবারণ দত্ত স্বীকার করেন, এসব মদ তার ছেলে নিপুল দত্ত বিক্রির উদ্দেশ্যে ঘরে মজুদ করেন এবং তিনি নিজেও তাকে সহযোগিতা করতেন।
আটক নিবারন দত্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।