অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সীমান্তে ৮ নারী-পুরুষ আটক

১ সপ্তাহে আগে
যশোরের শার্শা সীমান্ত পথে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) শার্শা থানা পুলিশ তাদের যশোর আদালতে সোপর্দ করে। আটকদের মধ্যে পাঁচ নারী ও তিন পুরুষ রয়েছেন। তবে মানবপাচারকারী দালাল চক্রের কাউকে আটক করতে পারেনি বিজিবি।


এর আগে গত মঙ্গলবার রাতে শার্শার গোগা সীমান্ত পথে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।


আরও পড়ুন: অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ঝিনাইদহ সীমান্তে আটক ১০


আটকরা হলেন: মাদারীপুরের জান্নাতুল ফেরদৌস (৩৯), ফাহিমা খাতুন (২২), ঢাকার মমিনা বেগম (৩৫), যশোরের সুবাশ বিশ্বাস (৬০),  পিতো বিশ্বাস (৬২), অর্পনা বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস (৫৫) ও হাবিবুর রহমান (৩৩)।


শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রবিউল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে বিজিবি সদস্যরা অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ বুধবার তাদের আদালতে পাঠায়।
 

]]>
সম্পূর্ণ পড়ুন