অবৈধভাবে দেড় কোটি টাকার গ্যাস ব্যবহার করে জরিমানা গুনলেন ২ লাখ!

৪ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে একটি ওয়াশিং কারখানা গত দুই বছরে ১ কোটি ৭০ লাখ টাকার গ্যাস ব্যবহার করেছে। তিতাস কর্তৃপক্ষের অভিযানের বিষয়টি ধরা পড়লে কারখনার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে এলায়েতনগর এলাকায় এই অভিযান পরিচালনা করে তিতাস কর্তৃপক্ষ।


মেসার্স প্যানডেমিক ফ্যাশন নামে ওই ওয়াশিং কারখানাটিতে তিতাসের বৈধ বাণিজ্যিক সংযোগের আড়ালে মিটার বাইপাস করে অবৈধভাবে আরেকটি সংযোগ নিয়ে গ‍্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। যার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতি মাসে সাত লক্ষাধিক টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহার করে আসছে বলে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে।


পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশে কারখানাটির অবৈধ মিটার ও সংযোগ বিচ্ছিন্নসহ জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রাইজার ও বার্ণার। এছাড়া পুনরায় অবৈধ সংযোগ স্থাপন বন্ধে তিতাসের মূল বিতরণ লাইনের অবৈধ সংযোগ স্থলগুলো স্থায়ীভাবে সিলগালা ও অপসারণ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ এবং ফতুল্লা কার্যালয়ের ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা।


আরও পড়ুন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দুই কূপের গ্যাস, সংকট কাটার আশা


এ বিষয়ে তিতাসের ফতুল্লা আঞ্চলিক বিপণন বিভাগ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মশিউর রহমান সময় সংবাদকে জানায়, মেসার্স প্যানডেমিক ফ্যাশন নামে ওয়াশিং কারখানাটিতে আমাদের বৈধ সংযোগ আছে। এর আড়ালে মিটার বাইপাস করে অবৈধভাবে আরেকটি সংযোগ নিয়ে তারা গ্যাস ব্যবহার করে আসছে।


তিনি বলেন, এই অবৈধ সংযোগের মাধ্যমে কারখানাটিতে প্রতি মাসে আনুমানিক ২ হাজার ৪০০ ঘনফুট অথবা ২৩ হাজার ১৮২ ঘনমিটার গ্যাস অবৈধভাবে গ্যাস ব্যবহার হতো। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৭ হাজার ৫১ টাকা। সে হিসেবে গত দুই বছরে কারখানাটি অন্তত এক কোটি ৭০ লাখ টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহার করেছে। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। গোপন সূত্রে বিষয়টি জানার পর আমরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষত্রেট নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়েছি। এছাড়া ভ্রাম্যমাণ আদালত দুই লাখ টাকা জরিমানা করেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন