বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
কোস্ট গার্ড জানায়, বুধবার (৩০ জুলাই) রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর আমখোলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, ৯টি বেহুন্দী জালসহ ৮ জন জেলেকে আটক করা হয়। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ট্রলিং বোটগুলো থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়।
জব্দ করা নৌযান, জাল ও আটককৃত জেলেদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: দুই মাস পর পটুয়াখালীর আলমগীর হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৪
এর আগে বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা ভোলার চরফ্যাশন উপজেলার ডালিরহাট বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রলিং বোট ও ১৫০ মিটার ট্রলিং জালসহ এক জেলেকে আটক করা হয়। পরে তাকে চরফ্যাশন থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: জলাবদ্ধতার শহর পটুয়াখালী: অকেজো স্লুইসগেটে দুর্ভোগে নগরবাসী
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, ‘মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
]]>