এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কালিকাপুর সীমান্ত দিয়ে গরুগুলো ঢুকে পড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন ধরে ওই সীমান্তসহ আশপাশের এলাকা দিয়ে বাংলাদেশের কৃষকদের ছেড়ে দেয়া গরুগুলো প্রায়ই ভারতে ঢুকে যেত। বিষয়টি নিয়ে বিএসএফ বারবার সতর্ক করছিল। এ নিয়ে তারা এলাকায় মাইকিংও করেছিল।
আরও পড়ুন: সীমান্ত পেরিয়ে ৭ গরু ভারতে, আটকে রাখল বিএসএফ
এরমধ্যে রোববার সকালে কালিকাপুর সীমান্ত দিয়ে কয়েকটি গরু ভারতে চলে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গরুগুলো আটকে রাখে। পরে তারা বিজিবিকে বিষয়টি অবহিত করে।
এ বিষয়ে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বলেন, ‘ওপারে চলে যাওয়া কয়েকটি বাংলাদেশি গরু ফেরত দেবে বলে বিএসএফ জানায়। পরে বিজিবি সদস্যদের কাছে গরুগুলো তারা বুঝিয়ে দেয়।’