অবশেষে মাঠে গড়াচ্ছে টস, জানা গেল ম্যাচ শুরুর সময়

৩ সপ্তাহ আগে
ভেজা আউটফিল্ডের কারণে দফায় দফায় পিছিয়েছে টস। অবশেষে মাঠে গড়াচ্ছে জ্যামাইকা টেস্ট। বাংলাদেশ সময় শনিবার (৩০ নভেম্বর) রাত দেড়টায় বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের টস মাঠে গড়াবে। আর ম্যাচ শুরু হবে রাত ২টায়।

বাংলাদেশ সময় ৯টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার জ্যামাইকা টেস্ট, সে অনুযায়ী টস হতো সাড়ে ৮টা নাগাদ। কিন্তু সাবিনা পার্কের আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ে টস হয়নি।


তিন দফা মাঠ পরিদর্শন শেষে ম্যাচের টস করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।  জ্যামাইকায় টানা কয়েক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে। ফলে টস যে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে না, তা অনেকে আন্দাজ করেছিলেন। শেষ পর্যন্ত তা-ই সত্যি হয়।


আরও পড়ুন: আবারও পেছাল টসের সময়, ১২টায় মাঠ পরিদর্শন


ব্যাকফুটে থেকে এই ম্যাচ শুরু করবে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত নেই, আফগানিস্তান সিরিজে চোটে পড়েছিলেন তারা। প্রথম ম্যাচে মুশফিক আঙুলে ও পরের ম্যাচে দলপতি কুঁচকিতে চোট পান। যে কারণে ওই সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলতে পারেননি তারা, ছিটকে যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও।


বাংলাদেশের ব্যাকফুটে থাকার আরও কারণ আছে। অ্যান্টিগায় প্রথম ম্যাচে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছিল তারা। মুমিনুল হক ও জাকের আলীর অর্ধশতক ও তাসকিন আহমেদের ইনিংসে ৬ উইকেট ব্যতীত বলার মতো নেই আর কিছুই।

]]>
সম্পূর্ণ পড়ুন