অফিস কর্মীর সাথে ‘রোমান্টিক সম্পর্ক’, বরখাস্ত হলেন নেসলের সিইও

২ দিন আগে
বিশ্বের বৃহত্তম খাদ্য ও পানীয় সুইস কোম্পানি নেসলের প্রধান নির্বাহী লরেন্ট ফ্রেইক্সকে বরখাস্ত করা হয়েছে। অধস্তন কর্মীর সাথে রোমান্টিক সম্পর্কের জেরে সোমবার (১ সেপ্টেম্বর) তাকে বরখাস্ত করা হয়।

নেসপ্রেসো কফি ক্যাপসুল এবং কিটক্যাট চকোলেট বারের মালিকানাধীন বহুজাতিক সংস্থাটি জানায়, তদন্তের পর ফ্রেইক্সকে বরখাস্ত করা হয়।

 

এক বিবৃতিতে কোম্পানিটি আরও জানায়, একজন অধস্তন কর্মীর সাথে অপ্রকাশিত প্রেমের সম্পর্কের তদন্তের পর, দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় ফ্রেইক্সকে। তার কর্মকাণ্ড নেসলের ব্যবসায়িক আচরণবিধি লঙ্ঘন করেছে বলেও জানায় সুইস কোম্পানি।

 

আরও পড়ুন:ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম, ইসরাইলের উপর কঠোর নিষেধাজ্ঞা

 

দ্রুত পদক্ষেপ হিসেবে, কোম্পানির একজন উদীয়মান কর্মকর্তা ফিলিপ নাভ্রাটিল ফ্রেইক্সের স্থলাভিষিক্ত হন।

 

কোম্পানির চেয়ারম্যান পল বাল্ক এবং প্রধান স্বাধীন পরিচালক পাবলো ইসলার তত্ত্বাবধানে একটি তদন্তের পর এই সিদ্ধান্ত নেয় বোর্ড।

 

বাল্ক এক বিবৃতিতে বলেন, এটি একটি প্রয়োজনীয় সিদ্ধান্ত ছিল। নেসলের মূল্যবোধ এবং সুশাসন আমাদের কোম্পানির শক্তিশালী ভিত্তি। আমি লরেন্টকে তার বছরের পর বছর ধরে সেবার জন্য ধন্যবাদ জানাই।  


কোম্পানির একজন অভিজ্ঞ কর্মী, ফ্রেইক্স ১৯৮৬ সালে ফ্রান্সে নেসলেতে যোগদান করেন। তিনি ২০১৪ সাল পর্যন্ত ফার্মের ইউরোপীয় কার্যক্রম পরিচালনা করেন, ২০০৮ সালে শুরু হওয়া সাবপ্রাইম এবং ইউরো সংকটের মধ্য দিয়ে তাদের নেতৃত্ব দেন।

 

সিইও হিসেবে পদোন্নতির আগে তিনি ল্যাটিন আমেরিকা বিভাগের প্রধান ছিলেন।

 

এই ঘটনা প্রতিষ্ঠানটির জন্য সর্বশেষ ধাক্কা, যারা মহামারীর পর থেকে অসম পারফরম্যান্সের পর তাদের শেয়ারের দামের ধারাবাহিক পতন কাটিয়ে উঠতে লড়াই করে আসছে।

 

আরও পড়ুন:চীনের সাথে সম্পর্ক: ইন্টেলের সিইওকে তাৎক্ষণিক পদত্যাগের আহ্বান ট্রাম্পের


নেসলে এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো তাদের সিইও পরিবর্তন করল। এখন ফ্রিক্সের সম্পর্কের কেলেঙ্কারি কোম্পানিটিকে নতুন করে অস্থিরতার মধ্যে ফেলেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন