ছয় মাস আগে মামা একটি সরকারি চাকরি পায়, পোস্টিং হয় বাগেরহাটে। চাকরির দায়ে মামাকে সপরিবার চলে যেতে হয় বাগেরহাটে। মামারা চলে যাওয়ার সময় আম্মু বলেছিল ওনার সঙ্গে আম্মুর অফিসের কোয়ার্টারে চলে যেতে। কিন্তু পারিনি। এই শহরের প্রতি, মানুষের প্রতি যেই মায়া জন্মেছে, ছেড়ে কীভাবে যাব! তার ওপর আর মাত্র এক বছর পর আমার এইচএসসি পরীক্ষা।