অপেক্ষা

১২ ঘন্টা আগে
আমি জানালা খুলে দিই। রাতের হাওয়া ঢোকে। সেই হাওয়ার সঙ্গে আসে তোমার গন্ধ। তোমার স্পর্শ। তোমার উপস্থিতি। আমি চোখ বন্ধ করি। অনুভব করি তুমি এসেছ। আমার পাশে দাঁড়িয়ে আছ। আমার হাত ধরেছ। কানে ফিসফিস করে বলছ, ‘আমি আছি। সব সময় আছি।’
সম্পূর্ণ পড়ুন