মঙ্গলবার (১০ জুন) রাজধানীর একটি রিহ্যাব সেন্টার থেকে নুহাশ আজিজ নামের এই স্কুলছাত্রকে উদ্ধার করে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি সেনা ক্যাম্প। রাতে উদ্ধার হওয়া ছাত্রকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্পের (২৬ বীর) লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত।
ক্যাম্প সূত্র জানায়, গত ২৬ মার্চ সাইদা দিল আফরোজ ও তার মেয়ের জামাই লিটন অধিকারী মিলে রাজধানীর একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র নুহাশ আজিজকে ঢাকার উত্তরা কামারপাড়া এক ভাড়া বাসা থেকে ঘুরতে যাওয়ার কথা বলে নিয়ে যান। এরপর তাকে অপহরণ করে মাদকাসক্তের অজুহাতে রাজধানীর গ্রীন লাইফ মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্রে ভর্তি করে রাখে। অপহরণের পর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন।
আরও পড়ুন: টেকনাফের গহীন পাহাড়ে ড্রোন দিয়ে অভিযান, অপহৃত ৫ জন উদ্ধার
খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তার মা শামীমা আফরোজ বাদী হয়ে প্রথমে ঢাকা উত্তরা পশ্চিম থানা এবং টাঙ্গাইল সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ দীর্ঘ সময়ে তার কোনো সন্ধান না পেলে পরবর্তীতে জামালপুরের সরিষাবাড়ি তারাকান্দি অস্থায়ী সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দেন। সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহৃত ওই কিশোরের অবস্থান শনাক্ত করে। পরে পরিবার ও সেনাবাহিনীর সহায়তায় ঢাকার মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার করে। রাতেই তারাকান্দি অস্থায়ী আর্মি ক্যাম্পে নেয়া হয়। পরে স্কুলছাত্রকে তার পরিবারের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
তারাকান্দি অস্থায়ী ক্যাম্পের (২৬ বীর) লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত বলেন, ‘অপহরণের অভিযোগ পেয়ে অভিযানে নামে সেনাবাহিনী। এরপর সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থা শনাক্ত করে অপহৃত স্কুলছাত্রকে রাজধানীর গ্রিন লাইফ মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্রে উদ্ধার করা হয়। আমরা তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছি।’