অপহরণের ৩ দিন পরেও খোঁজ মেলেনি জেলা যুবদল নেতার

২ সপ্তাহ আগে
অপহরণের ৩ দিন পার হলেও এখনো খোঁজ মেলেনি বান্দরবান জেলা যুবদলের সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফয়সাল আহমেদের। গত ১৬ জুন রাত ৯ টার দিকে অপহৃত হন তিনি। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় ফয়সালের বাবা বাদী হয়ে বান্দরবান সদর থানায় একটি সাধারন ডায়েরি করেন।

 

জানা গেছে, বান্দরবান ফোর স্টার মার্কেটে বিকাশের দোকান রয়েছে যুবদল নেতা ফয়সালের। সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৮ টার দিকে দোকানের ক্যাশ থেকে টাকা নিয়ে ফয়সাল নিজের মোটরসাইকেল নিয়ে রোয়াংছড়ি বাস স্টেশনের উপরে যায় এবং সেখানে একটি জায়গায় মোটরসাইকেল রেখে লেমুঝিরি রাস্তার দিকে নেমে যায়।

 

এর কিছুক্ষন পর ৯ টার দিকে দোকানের ছেলের মোবাইলে ৫ জন পাহাড়ি ছেলে তাকে লেমুঝিরি ধরে নিয়ে যায় বলে মেসেজ পাঠায় ফয়সাল। এরপর থেকে দলীয় নেতাকর্মী ও পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করার পরও তার কোনো সন্ধান পায়নি।

 

আরও পড়ুন: যুবদলকর্মী হত্যা: সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম কারাগারে

 

বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাসুম বলেন, আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি কিন্তু কোনো খবর পাচ্ছি না। তার পরিবার দুশ্চিন্তায় রয়েছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাবো দ্রুত যাতে অভিযান পরিচালনা করে ফয়সালকে উদ্ধার করে।

 

এঘটনার পর থেকে মুক্তিপণের জন্য পরিবারের কাছে বা অন্য কোন মাধ্যমে কোনো ফোন কলও আসেনি।

 

আরও পড়ুন: টর্চ লাইট জ্বালিয়ে বিএনপি-যুবদল নেতার সমর্থকদের সংঘর্ষে আহত ২০

 

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ফয়সালের বাবা একটি সাধারন ডায়েরি করেছেন। আমরা ঘটনার খবর শোনার পর থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছি, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন