বুধবার (৫ নভেম্বর) সকালে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ কুল্লা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতাররা হলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের শফিকুল ইসলাম, যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের বিল্লাল হোসেন ও তার স্ত্রী সাগরিকা খাতুন এবং একই উপজেলার কুল্লা গ্রামের বিকাশ দেবনাথ।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের জানান, গত ১৫ অক্টোবর জীবননগরের সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে স্বর্ণের বার আত্মসাতের একটি ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকার পাঁচজন নিখোঁজ হন। পরে শওকত আলী নামে এক ব্যক্তি জীবননগর থানায় অপহরণ মামলা দায়ের করেন।
তিনি বলেন, তথ্য-প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঝিকরগাছার হাজিরবাগ কুল্লা গ্রামের রেজাউল ইসলামের খামারের গোডাউনে অভিযান চালিয়ে নিখোঁজ চারজনকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়।
আরও পড়ুন: ঝিনাইদহে পিকআপের ধাক্কায় আলমসাধু চালক নিহত
পুলিশ কর্মকর্তা আরও জানান, উদ্ধার ব্যক্তিদের আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য পাঠানো হয়েছে। তাদের পরিবারের জিম্মায় দেয়ার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা তদন্তের মাধ্যমে বের করা হবে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আনারুল ইসলাম, হাসান মিয়া, আবুল হোসেন ও স্বপন ইসলাম।
]]>
১ সপ্তাহে আগে
৬








Bengali (BD) ·
English (US) ·