রোববার (১৩ এপ্রিল) বিকেল ৪ টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকার গতন শহরে তাকে ছেড়ে দেয়া হয়।
মাহমুদ আলম মোল্লা জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোল্লা সামছুল আলমের ছোট ভাই। তিনি কোমর গ্রাম উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক।
অপহরণের ঘটনায় আজ বিকালে বিদ্যালয়ের সামনে শিক্ষক-শিক্ষার্থীরা জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের দুই ধারে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: আক্কেলপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় অর্থ আত্মসাৎ, গ্রাহকদের মানববন্ধন
মাহমুদুল আলম মোল্লা বলেন, ‘শনিবার সন্ধ্যায় কোমরগ্রাম উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে নিজ ফার্মেসিতে বসে ছিলাম। হঠাৎ করেই একটি হাইস গাড়ি এসে কিছু বুঝে ওঠার আগেই আমাকে তুলে নিয়ে যায়। এরপর তারা আমার চোখ ও হাত বেঁধে ফেলেন। সারারাত ধরে একটু পর পর স্থান পরিবর্তনের সাথে সাথে মোটা অঙ্কের টাকা দাবি করেন। না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেন। সর্বশেষ অপহরণকারীরা একটি বাসা নিয়ে রাখে। তারপর আজ বিকেলে চোখ বাঁধা অবস্থায় হেলমেট পরিয়ে একটি মোটরসাইকেলে করে পুরানাপৈল এলাকার গতন শহরে নামিয়ে দেয়।’
এ বিষয়ে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, ‘অপহরণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এরইমধ্যে ওই শিক্ষক উদ্ধার হয়েছেন। পরিবারের পক্ষ থেকে অপহরণকারীদের নাম উল্লেখ করে মামলা করা হলে, আমরা গুরুত্বসহকারে বিষয়টি দেখবো।’