শনিবার (৫ এপ্রিল) পার্ক দে প্রিন্সেসে অজিঁকে ১-০ গোলে হারিয়ে ১৩তম বারের মতো লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। এটিই ফ্রান্সের শীর্ষ লিগটিতে সর্বোচ্চ শিরোপার রেকর্ড।
পিএসজির পক্ষে জয়সূচক গোলটি করেন ডিজায়ার ডৌয়ে। চলতি মৌসুমে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারার আগেই লিগের শিরোপা নিশ্চিত করেছে প্যারিসিয়ানরা। ২৮ ম্যাচের ২৩টিতে জয়ের স্বাদ পেয়েছে লুইস এনরিকের দল। বাকি ৫ ম্যাচ ড্র হয়েছে।
আরও পড়ুন: বায়ার্ন শিবিরে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন মুসিয়ালা
লিগে পিএসজির এখনও ৬টি ম্যাচ বাকি। ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারিসিয়ানরা। দ্বিতীয় স্থানে থাকা মোনাকো সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে। ২৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চারে মার্শেই। মোনাকোরও বাকি ৬ ম্যাচ, মার্শেইয়ের বাকি ৭টি। পিএসজি যদি সবগুলো ম্যাচেই হারে এবং মোনাকো ও মার্শেই নিজেয়ের সবগুলো ম্যাচেই জয় পায় তবে উভয় দল যথাক্রমে ৬৮ এবং ৭০ পয়েন্ট নিয়ে শেষ করবে। ফলে তাদের পক্ষে আর পিএসজিকে চ্যালেঞ্জ জানানো সম্ভব নয়।

লিগ নিশ্চিত করতে অজিঁর বিপক্ষে ড্র করলেই চলতো এনরিকের শিষ্যদের। কিন্তু ৫৫ মিনিটে ১৯ বছর বয়সী ডিজায়ার ডৌয়ে গোল করে পার্ক দে প্রিন্সেসে আসা সমর্থকদের উল্লাসে ভাসান।
লিগ শিরোপা নিশ্চিত করার পথে পিএসজি এখন পর্যন্ত ৮০টি গোল করেছে, হজম করেছে মাত্র ২৬ গোল। ২০১১ সালে কাতারি মালিক নাসের আল খেলাইফির মালিকানায় ক্লাবটি যাওয়ার পর এটি তাদের ১১তম শিরোপা। ১৯৮৬ ও ১৯৯৪ সালে বাকি দুটি লিগ শিরোপা জিতেছিল পিএসজি।
আরও পড়ুন: ভিনিসিয়াসের পেনাল্টি মিসে ভ্যালেন্সিয়ার কাছে হারল রিয়াল

এদিন ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শিরোপা জয়ের উল্লাসে মাতে পিএসজির খেলোয়াড়রা। কোচ লুইস এনরিককে তারা পাঁজাকোলা করে শূন্যে ভাসিয়ে উৎসব করে। এনরিকে অনুভূতি জানাতে গিয়ে বলেন, 'সমর্থকরা আমাদের নিয়ে গর্বিত এবং আমরা তাদের শিরোপা উপহার দিয়েছি। এই ক্লাবের অনেক অর্জন আছে। আমাদের লক্ষ্য আকর্ষণীয় ফুটবল খেলা এবং শিরোপা জেতা।'
এরপর তারা সমর্থকদের সামনে মাঠ প্রদক্ষিণ করে। পিএসজির সামনে সুযোগ বাকি ম্যাচগুলোয় হারের স্বাদ না পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের।