অন্য ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে সংঘর্ষ এড়াতে ফুটবল বিশ্বকাপের সময়ে মেজর লিগ ক্রিকেট

৩ সপ্তাহ আগে
আগামী বছরটা ক্রীড়াপ্রেমিদের জন্য ব্যস্ততম বছর। অন্যান্য টুর্নামেন্ট তো আছেই, আছে ছেলে ও মেয়েদের টি-২০ বিশ্বকাপের পাশাপাশি ফুটবলের সবচেয়ে বড় ইভেন্ট ফিফা বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে ২৩তম আসরটি বসবে।

ফুটবল বিশ্বকাপ চালাকালে দুনিয়ার নজর সেদিকেই থাকে। যুক্তরাষ্ট্রে ব্যস্ততম এমন একটা সময়েই মাঠে গড়াবে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চতুর্থ আসর। ১৮ জুন শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ১৮ জুলাই। চলতি বছরও জুন-জুলাইয়ে আসরটি গড়িয়েছিল। কর্তৃপক্ষ দ্য হান্ড্রেডের মতো ফ্র্যাঞ্চাইজি লিগের মতো আসরগুলোর সঙ্গে সংঘর্ষ এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে। দ্য মাঠে গড়ায় আগস্টে।


এমএলসি এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘সবচেয়ে সফল বছরের পর মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ঘোষণা করেছে যে তাদের চতুর্থ মৌসুমের খেলা শুরু হবে ২০২৬ সালের ১৮ জুন, ফাইনাল ম্যাচটি ১৮ জুলাই।’


আরও পড়ুন: প্রথম বাংলাদেশি হিসেবে এসএ টোয়েন্টিতে দল পেলেন তাইজুল


ওয়াশিংটন ফ্রিডমকে হারিয়ে এ বছরের মেজর লিগ ক্রিকেটে শিরোপা জিতেছে এমআই নিউইয়র্ক। এই আসরে টিকিট বিক্রি বেড়েছিল ৫৩ শতাংশ। টিকিট ক্রেতাদের তালিকায় ৮৪ শতাংশই ছিলেন নতুন। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনুসারী বেড়েছে ৪৫ শতাংশ। ইতিবাচক এই দিকের কারণেই এক বছর আগে টুর্নামেন্টের দিনতারিখ ঠিক করে ফেলল কর্তৃপক্ষ।


৬ দল নিয়ে এমএলসি শুরু হয়েছিল ২০২৩ সালের জুলাইয়ে। এখনও টুর্নামেন্টের দলসংখ্যা ৬টিই। ২০২৩ সালে শিরোপা জিতে বর্তমান চ্যাম্পিয়ন এমআই নিউইর্য়ক, ২০২৪ সালে ওয়াশিংটন ফ্রিডম। দ্বিতীয় আসরটিও জুলাইয়ে শুরু হয়ে একই মাসে শেষ হয়েছিল। ২০২৫ সালের আসর শুরু হয় ১২ জুন, শেষ হয় ১৩ জুলাই।

]]>
সম্পূর্ণ পড়ুন