অন্য ক্যাডারে যোগ দেয়ার আবেদন, ২ এএসপিকে অব্যাহতি

৩ সপ্তাহ আগে
সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে অব্যাহতি দেয়া হয়েছে। অন্য ক্যাডারে যোগ দেয়ার আবেদনের প্রেক্ষিতে তাদের অব্যাহতি দেয়া হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বুধবার (৬ আগস্ট) জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


অব্যাহতি পাওয়া দুই কর্মকর্তা হলেন-৪০তম বিসিএসের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ, গাজীপুর) নাজমুল হোসেন ও ৪১তম বিসিএসের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ, সারদা) বিশাল কুমার জাজোদিয়া। তাদেরকে গত ৩১ মে অব্যাহতি দেয়া হয় বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী- নাজমুল হোসেন ৪৩তম বিসিএসের শুল্ক ও আবগারি এবং বিশাল কুমার একই বিসিএসের প্রশাসন ক্যাডারে যোগ দেয়ার জন্য এএসপি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন।

 

আরও পড়ুন: ওএসডি হওয়া পুলিশের ৭৬ কর্মকর্তাকে পদায়ন


যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

 

প্রজ্ঞাপন-১প্রজ্ঞাপন-২

]]>
সম্পূর্ণ পড়ুন