যেন দিগন্তে তুলোর বীজ ফাটা
খরা ভূমে, স্বপ্ন ঘুমে, প্রলম্বিত চুম্বনে
জাগিয়ে তোলে, ফেনিয়ে তোলে, ঘনিয়ে তোলে
এ নরদেহে, এ মরদেহে, অতল প্রাণের বন্যা
কিন্তু তুমি অলৌকিক কিছু না
কিন্তু তুমি অতিলৌকিক কিছু না
বেদনার বুকে, ক্ষত মুখে, প্রলেপ মেখে
শুশ্রূষা, উপশমে ওম, শবের ওপর যেমন শামিয়ানা