সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গায়কের প্রাক্তন স্ত্রী অভিযোগ করেন, যখন ছোটছেলে জান তার পেটে ছিল তখন কুমার শানু ও তার পরিবার রীতার ওপর নির্যাতন করতো। তিনি আরও অভিযোগ করেছেন, আশিকির সাথে খ্যাতি অর্জনের পরে হঠাৎ করেই স্ত্রীর প্রতি গায়কের আচরণ পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়।
রীতা দাবি করেন, কুমার শানু খুব নিরাপত্তাহীনতায় ভুগতেন এবং স্ত্রীকে বাড়ির বাইরে যেতে দিতেন না। তিনি আরও প্রকাশ করেছিলেন গায়কের বোন তার নিজের স্বামী-সন্তান ছেড়ে ভাইয়ের সংসারে পড়ে থাকত। শুধু তাই নয়, কুমার শানুর সাথে একই ঘরে ঘুমাত তার বোন, অন্যদিকে বাচ্চাদের সাথে অন্য ঘরে ঘুমাতেন রীতা।
আরও পড়ুন: গান ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিলেন তাহসান
রীতা আরও দাবি করেছিলেন ছোটছেলে জান গর্ভে আসার পর শানু তাকে খেতে দিতেন না। তিনি বলেন, 'তারা রান্নাঘরে তালা দিয়ে রাখত। চাল কিনে পাশের বাড়িতে রান্না করে খেতেন।
আরও পড়ুন: সংসার ভাঙছে মোনালি ঠাকুরের
রীতা ও কুমার শানুর কলকাতায় দেখা হয়, প্রথম দেখাতেই প্রেম। এরপর আশির দশকের শেষের দিকে পরিবারের সম্মতি ছাড়াই বিয়ে করেছিলেন দুজনে, যদিও তাদের পরিবার পরে এই বিয়েকে স্বীকৃতি দেয়। ১৯৯৪ সালে বিবাহবিচ্ছেদের আগে এই দম্পতির তিনটি সন্তান ছিল। একটা সময় শানুর সঙ্গে এক নামী বলিউড নায়িকার ঘনিষ্ঠতার কথা চাউর হয়।