২২ জুন ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে রিয়ালের পরের ম্যাচ পাচুয়ার বিপক্ষে। সেটাকে সামনে রেখে প্রায় ৭০০ মাইল দূরে ওয়েস্ট পাম বিচে অনুশীলন করছেন দলটির খেলোয়াড়রা। সেই অনুশীলনে প্লেয়ারদের গতিবিধি লক্ষ্য রাখতে ড্রোনের ব্যবহার শুরু করেছেন রিয়াল কোচ। খবর মার্কার।
ড্রোন থেকে তথ্য নিয়ে ভুলত্রুটিগুলো শনাক্ত করে কোচ পরবর্তীতে সেগুলো শোধরানোর চেষ্টা করবেন। এই পদ্ধতিটি নিয়মিতভাবে ব্যবহৃত হবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। গোল ডটকম বলছে, এমন উদ্যোগ রিয়াল ও শাবি দুজনেরই প্রথম। অনুশীলনে শাবি এর আগে সর্বোচ্চ ক্যামেরার ব্যবহার করেছেন।
আরও পড়ুন: রোনালদোর সঙ্গে সম্পর্ক কেমন, কী বললেন মেসি?
গত ২৫ মে রিয়ালের দায়িত্ব নেন আলোনসো। তিন বছরের চুক্তিকে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে পাড়ি দিয়েছেন তিনি, চুক্তি অনুযায়ী থাকবেন ২০২৮ সালের জুন পর্যন্ত।
২০২২ সালে আলোনসো যখন লেভাকুসেনের কোচের পদে আসীন হন, তখন লেভারকুসেন ছিল বুন্দেসলিগায় অবনমন তালিকায়। সেই দলটিকেই ২০২৩-২৪ মৌসুমে লিগ শিরোপা জেতান। সেটাও আবার লেভারকুসেনের ১২০ বছরের ইতিহাসে প্রথম লিগ শিরোপা।