অনুশীলন নেই, রোজা রেখেছেন হামজা

৪ সপ্তাহ আগে
গতকাল (৪ জুন) ভুটানের বিপক্ষে ২-০ গোলের দুর্দান্ত জয় দিয়ে বাংলাদেশের ফুটবলের নবজাগরণের যাত্রা শুরু করেছেন হামজা চৌধুরী-সোহেল রানারা। সামনে লাল-সবুজ দলের সিঙ্গাপুর পরীক্ষা। এশিয়ান কাপ বাছাইয়ের সেই ম্যাচের এখনও ৫ দিন বাকি। তাই ভুটান ম্যাচের পর দিন আজ কোনো অনুশীলন রাখা হয়নি। হোটেলেই রিকভারি সেশন চলছে খেলোয়াড়দের।

আগামী ৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা। মুসলিম ধর্মাবলম্বীদের অনেকেই এই ঈদের আগে রোজা রেখে থাকেন। হামজা চৌধুরীও রোজা রেখেছেন। অনুশীলন না থাকায় কাজটা একটু সহজ হয়েছে তারকা এই ফুটবলারের জন্য। 

 

ইউরোপে বড় হলেও হামজা মুসলিম ধর্মপরায়ণ। দলীয় সুত্রে জানা গেছে, হামজার মতো টিম ম্যানেজার আমের খান ও টিম অ্যাটেনডেন্ট মোহাম্মদ মহসিনও রোজা রেখেছেন। আগামীকালও তারা রোজা রাখবেন বলে জানা গেছে।

 

আরও পড়ুন: ঘরের মাঠে হামজার অভিষেক ম্যাচে ভুটানকে হারালো বাংলাদেশ

 

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বড় ম্যাচ। ম্যাচকে কেন্দ্র করে ঈদের দিনও অনুশীলন রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে সকালে ঈদ উদযাপন করে সন্ধ্যা সাতটায় অনুশীলন করার পরিকল্পনা করছে ম্যানেজমেন্ট।

 

আজ টিম হোটেলে কিছুটা বিশ্রামের মধ্যেই কেটেছে হামজাদের দিন। তবে আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে অনুশীলন। ভুটানের বিপক্ষে ঘরের মাঠে অ্যাওয়ে জার্সিতে খেললেও সিঙ্গাপুরের বিপক্ষে হোম জার্সিতে খেলবে বাংলাদেশ। আজ টিম হোটেলে সেই জার্সিতে ফটোশুট করেছেন ফুটবলাররা। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন