অনুরোধ করেও রোনালদোকে আনতে পারল না ভারত

২ সপ্তাহ আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা ঘরের মাঠে বসে দেখার স্বপ্ন পূরণ হচ্ছে না ভারতীয় ফুটবল সমর্থকদের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আল নাসর ভারতের গোয়া আসলেও দলের সঙ্গে আসছেন না সিআরসেভেন। তাকে ভারত আনতে আল নাসরকে সর্বোচ্চ অনুরোধ করেও ব্যর্থ হয়েছে এফসি গোয়া। তবে রোনালদো না আসলেও দলের তারকা ফুটবলারদের প্রায় সবাই আসবেন বলে নিশ্চিত করেছে সৌদি আরবের ক্লাবটি।

বিশ্ব জুড়ে অগণিত ভক্ত ক্রিস্টিয়ানো রোনালদোর। শুধু ভারত বিবেচনায় নিলেও সেখানে কোটি ভক্ত রয়েছে সিআরসেভেনের। প্রিয় তারকার ম্যাচ মাঠে বসে স্বচক্ষে দেখার কতই না আকুতি তাদের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ তাদের স্বপ্ন পূরণের ইঙ্গিত দিলেও এখন সেই আশায় গুড়ে বালি।


এফসি গোয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচ খেলতে সোমবার (২০ অক্টোবর) রাতে ভারতে পা রেখেছে আল নাসর। তবে, সেই বহরে নেই ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। এমন সংবাদ প্রকাশ করেছে সৌদি আরবের গণমাধ্যম। গোয়ার পক্ষ থেকে বারবার অনুরোধ করার পরও তা আমলে নেয়নি সৌদি প্রো লিগের ক্লাবটি।


গণমাধ্যমের দাবি ক্রিস্টিয়ানো রোনালদো ভারত এসে ম্যাচ খেলতে চান না। এটা তিনি আল নাসরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ক্লাবের সঙ্গে সবশেষ চুক্তির আগে শর্ত জুড়ে দিয়েছিলেন পর্তুগালের এই তারকা। ম্যাচ নির্বাচনে তাকে সম্পূর্ণ স্বাধীনতা দেবে আল নাসর। সেই সুযোগ নিয়েই ভারতে এসে খেলতে আপত্তি জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।


আরও পড়ুন: মেসির হ্যাটট্রিকে বড় জয় মায়ামির, রোনালদোর আল নাসরেরও বড় জয় 


অবশ্য রোনালদো না আসলেও তারকার অভাব নেই এখন আল নাসরে। তদের প্রত্যেকেই এফসি গোয়ার ম্যাচে থাকবেন বলে আভাস দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বেশ সিরিয়াসলি নিয়েছে তারা। তাই প্রতিপক্ষকে হালকা ভাবে না নিয়ে মোটামুটি পূর্ণ শক্তির দল নিয়েই ভারতে এসেছে আল নাসর।


৪০ বছর বয়সেও নিজের ভেলকি দেখিয়ে চলেছেন রোনালদো। তার পরিকল্পনার পুরোটা জুড়েই এখন ২০২৬ ফিফা বিশ্বকাপ। আর তাই ওয়ার্ক লোড ম্যানেজ করে সামনের ৮ মাস ম্যাচ খেলতে চান তিনি। সেক্ষত্রে এফসি গোয়ার বিপক্ষে খেলতে না চাওয়া তার জন্য মোটেও অন্যায় কিছু না।

]]>
সম্পূর্ণ পড়ুন