বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি নেতা আমির খসরু।
এ সময় তিনি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের মালিকানা ও প্রতিনিধিত্ব ফিরিয়ে দিতে অন্তর্ভুক্তিকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘স্বৈরাচার হাসিনা পলায়নের পর মানুষের মনোজগতে বড় পরিবর্তন এসেছে। মানুষের মনে এখন জন্ম নিয়েছে নতুন আকাঙ্ক্ষা ও প্রত্যাশা। তাই আর প্রতিশ্রুতি নয়, মানুষ চায় বাস্তবায়নের নতুন বাংলাদেশ। আগামী নির্বাচনের আগেই সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই পরিকল্পনা করছে বিএনপি।’
আরও পড়ুন: যে বৈষম্যহীন সমাজের জন্য আন্দোলন তার প্রতিফলন নেই বাজেটে: আমির খসরু
তিনি বলেন, ‘আগামীতে কোনো বিশেষ গোষ্ঠী অর্থনৈতিক কার্যক্রম কুক্ষিগত করে পরিচালনা করতে পারবে না। অর্থনীতি ও রাজনীতি একসঙ্গে চলতে হবে। প্রতিটি নাগরিককে অর্থনীতিতে সমান অংশগ্রহণের সুযোগ দেবে বিএনপি।’ এ সময় তিনি উত্তরাঞ্চলে প্রযুক্তি খাত গড়ে তুলে লাখো তরুণের কর্মসংস্থানের সম্ভাবনার কথাও তুলে ধরেন।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেনসহ বিভাগের আট জেলার চেম্বার নেতারা।
]]>