সোমবার (০৯ জুন) রাতে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের একটি হোটেলে এর আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর জামায়াত।
এ সময় তিনি বলেন, ‘নির্বাচন হলে কি হবে এটি বড় কথা নয়। এটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হতে হবে। এই কাজটি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এর জন্য যে সময়টুকু প্রয়োজন, তা দেয়া উচিত। যারা রাজনীতি করে তাদেরকেও এই সময়টুকু দেয়া উচিত।’
আরও পড়ুন: চিৎকারেও কাজ হলো না, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাতপরিচয় যুবকের
জামায়াত নির্বাচনী কার্যক্রম শুরু করেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনী কাজ আমাদের নিয়মিত কাজের অংশ। নির্বাচনের তারিখ ঘোষণার আগে বা পরে এর কোন সম্পর্ক নেই। সারা বছরই নির্বাচনী বিভিন্ন কাজ চলমান থাকে৷ তবে আগামী জাতীয় সংসদের জন্য নির্বাচনী প্রস্তুতি আছে। অভ্যন্তরীণ ও উন্মুক্ত কার্যক্রমের মাধ্যমে আমরা নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করছি। জামায়াতের আমীর অর্ন্তবর্তীকালীন সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।’
আরও পড়ুন: চাটমোহরে হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
তিনি আরও বলেন, ‘আগে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। নির্বাচন কমিশনের সংস্কারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার সম্পাদন করতে হবে। পাশাপাশি বিচারিক কার্যক্রমকেও এগিয়ে নিতে হবে। এসব কার্যক্রম শেষ করে এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন দিতে পারলে জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে। তা না হলে আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন নতুন করে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিকে আবারও পেছনের দিক নিয়ে যেতে পারে।’
]]>