অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে অচল নেত্রকোনা, চরম দুর্ভোগ

১ সপ্তাহে আগে
ময়মনসিংহে মালিক শ্রমিক ফেডারেশনের অনির্দিষ্টকালের ধর্মঘটে নেত্রকোনা থেকে দূরপাল্লার সবধরনের বাস চলাচল চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

রোববার (১২ অক্টোবর) সকাল থেকে নেত্রকোনা আন্তঃজেলা বাস টার্মিনালে এসে দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন নিম্নআয়ের চাকরিজীবীরা পড়েছেন বেশি বিপাকে। অনেকেই কিছু বাড়তি টাকা লাগলেও সিএনজিচালিত পিকআপভ্যানে করে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন।


এ বিষয়ে নেত্রকোনা আন্তঃজেলা বাসস্ট্যান্ড শ্রমিক কমিটির প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রাজন বলেন, ‘জেলার নেতারা নির্দেশ দিয়েছেন তাই তারা বন্ধ রেখেছেন বাস চলাচল। এতে ক্ষতি হচ্ছে আবার যাত্রীরাও দুর্ভোগের শিকার হচ্ছেন। তবে এ বিষয়ে আলাপ আলোচনা চলছে। দ্রুতই সমাধান হবে আশা করছি।’


আরও পড়ুন: ময়মনসিংহ থেকে ঢাকায় আসছে না কোনো বাস!


নেত্রকোনা আন্তঃজেলা বাসস্ট্যান্ড শ্রমিক কমিটির সভাপতি মো আব্দুল মোতালিব বলেন, ‘জেলা থেকে গেইটলক ঢাকার গাড়ি রফ রফ চলে ৬০টির মতো। ভাটি বাংলা আছে ৬০টি। এ ছাড়াও অন্যান্য গাড়ি চলে ১০০ থেকে দেড়শর মতো। ময়মনসিংহ মহুয়া চলে আরও ৬০ থেকে ৭০টি। সব মিলিয়ে ৩০০ মতো গাড়ি, এর সবগুলোই বন্ধ আছে। অন্যান্য উপজেলা থেকে আসা সব গাড়িও বন্ধ।’

]]>
সম্পূর্ণ পড়ুন