অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বয়কটের ঘোষণা ক্লাবগুলোর

১ সপ্তাহে আগে
বিসিবি'র প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত বাতিল না করায় সব ধরনের ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত নিলো ঢাকার ক্লাবগুলো। এতে পিছিয়ে গেলো ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রথম বিভাগ লিগ। শনিবার (১৮ জানুয়ারি) বোর্ড সভাপতির হাতে স্মারকলিপি তুলে দেয় ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন। এ সময় ক্লাব প্রতিনিধিরা নাজমূল আবেদীন ফাহিমের পদত্যাগও দাবি করেন। তবে এ বিষয়ে গণমাধ্যম এড়িয়ে গেছেন ফারুক আহমেদ।

ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের সাড়ে ৪ মাসের মাথায়, ঘটলো প্রথম বিভাগ ক্রিকেট বয়কটের মতো লজ্জ্বাজনক ঘটনা। বাতিল হয়ে গেছে ট্রফি উন্মোচন পর্বটাও।


ক্রিকেট সংগঠক লুৎফর জামান বাদল বলেন, 'স্থগিত করা হয়নি, আমরা অংশগ্রহণ-ই করিনি। আমাদের বিপক্ষে যেসব ষড়যন্ত্র চলছে, তা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সঙ্গে নেই।’


৩ দিনের আল্টিমেটাম শেষে শনিবার বেলা ১২টায় ছিলো সভাপতির বরাবর স্মারকলিপি জমা দেয়ার সময়। তবে এদিন ফারুক আহমেদ বোর্ডে আসেন সাড়ে ৪ ঘণ্টা দেরিতে। এরপর ঢাকার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে চলা অল্প সময়ের বৈঠকে সমাধান আনতে পারেনি।


আরও পড়ুন: সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 


লুৎফর জামান বাদল বলেন, ‘এটা স্পষ্ট, দাবি না মানা পর্যন্ত আমরা খেলব না। খেলা থেকে বিরত থাকবো। আমরা খেলার পক্ষে, আমাদের বিরুদ্ধে যে ষড়ন্ত্রমূলক কার্যক্রম চলছে, এগুলো বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সঙ্গে নেই এবং ভবিষ্যতেও থাকবো না।’


বোর্ডের কাছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশনের ৩ দাবি। গঠনতন্ত্র সংস্কারের খসড়া বাতিলসহ, বিলুপ্ত করতে হবে সংস্কার কমিটিও। আহবায়ক নাজমূল আবেদীন ফাহিমকে অপসারণ তো করতেই হবে, পদত্যাগ করতে হবে পরিচালক পদ থেকেও।


ক্লাব কর্তাদের বয়কটের সিদ্ধান্তে পিছিয়ে গেলো ২০ তারিখে উদ্বোধনের অপেক্ষায় থাকা ঢাকা ফার্স্ট ডিভিশন লিগ। বোর্ড মিটিংয়ে ক্লাবগুলোর ৩ দফা দাবি না মানলে, স্থগিত থাকবে প্রিমিয়ার লিগের দলবদল। 

]]>
সম্পূর্ণ পড়ুন