অনার্স ৪র্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

৪ সপ্তাহ আগে
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। এই পরীক্ষা ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে ৯ অক্টোবর পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষাগুলো নেয়ার পর নম্বরপত্র ও পরীক্ষকদের বিল অনলাইনে পাঠাতে হবে। পাশাপাশি ম্যানুয়াল নম্বর ফর্দও সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে। পরীক্ষার পুরো প্রক্রিয়া পরিচালিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের Examination Management System (EMS)- এর মাধ্যমে।

 

আরও পড়ুন: থমথমে পরিস্থিতি, হল ছাড়ছেন বাকৃবি শিক্ষার্থীরা

 

এতে বলা হয়, বহিঃপরীক্ষকের নাম অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট কলেজ ও পরীক্ষকদের জানিয়ে দেয়া হবে। এরপর পরীক্ষকরা লগইন করে নিজ নিজ নিয়োগপত্র ডাউনলোড করতে পারবেন। কলেজগুলোও তাদের প্রোফাইল থেকে নির্দিষ্ট বিষয়ের বহিঃপরীক্ষকের নামের তালিকা সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করবে। কোনো বহিঃপরীক্ষক অপারগতা প্রকাশ করলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ করে নতুন পরীক্ষক নিয়োগ করতে হবে। অনুমোদন ছাড়া পরীক্ষক নিয়োগ বা পরীক্ষা নেয়ার সুযোগ নেই।

 

আরও পড়ুন: চবিতে স্থানীয়দের হামলায় ১৫শ’ শিক্ষার্থী আহত, আইসিইউতে ২

 

এতে আরও বলা হয়, ব্যবহারিক পরীক্ষা শেষে সাত দিনের মধ্যে মূল নম্বরপত্র ও পরীক্ষকদের বিল সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে। অনুমতিবিহীন বহিঃপরীক্ষকের মাধ্যমে পরীক্ষা নেয়া হলে তা গ্রহণ করা হবে না এবং পরীক্ষার্থীর ফল স্থগিত থাকবে। 

]]>
সম্পূর্ণ পড়ুন