অনশনে থাকা চবির দুই শিক্ষার্থী অসুস্থ

২ সপ্তাহ আগে
অনশনের ২৪ ঘণ্টা পর অসুস্থ হয়ে পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ২ শিক্ষার্থী।

চারুকলার বিষয়ে সিদ্ধান্ত নিতে সন্ধ্যা সাড়ে ৭টায় জরুরি সিন্ডিকেট মিটিং ডেকেছেন প্রশাসন।


মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা দেয়া হয়।


অসুস্থ শিক্ষার্থীরা হলেন- চারুকলা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসরাত জাহান এবং ২০২৩-২৫ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান মিনহাজ।

আরও পড়ুন: দাবি আদায়ে অনশন চালিয়ে যাচ্ছে চবির ৯ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, ‘দীর্ঘক্ষণ ধরে অভুক্ত থাকায় তাদের শরীরে সুগার কমে গেছে। দুইজনকেই স্যালাইন দেওয়া হয়েছে। তবে বড় ধরনের কোন সমস্যা হয়নি।’


এর আগে চারুকলাকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে গতকাল সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় আমরণ অনশন কর্মসূচি শুরু করেন ইনস্টিটিউটের ৯ শিক্ষার্থী।
 

]]>
সম্পূর্ণ পড়ুন