অনলাইন কেনাকাটা আরও নিরাপদ করতে ক্রোমে নতুন সুবিধা
১৯ ঘন্টা আগে
১
সোমবার গুগল এক ঘোষণায় জানায়, ডেস্কটপ সংস্করণের ক্রোম ব্রাউজারে ওয়েব ঠিকানার বাঁ পাশে একটি নির্দিষ্ট আইকনে ক্লিক করলেই নতুন এই ফিচার সক্রিয় হবে। তখন একটি পপ-আপ উইন্ডোতে সংশ্লিষ্ট অনলাইন শপ সম্পর্কে সারসংক্ষেপ তথ্য দেখাবে।