অত্যাচার ও সন্ত্রাস করলে পার পাওয়া যাবে না: এবিএম মোশাররফ

৬ দিন আগে
বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, যদি কেউ মানুষের বিরুদ্ধে যান, অত্যাচার করেন, সন্ত্রাস করেন তবে পার পাওয়া যাবে না। হাসিনা পালিয়ে ভারত গিয়েছেন। কিন্তু বিএনপি নেতাকর্মীদের পালানোর কোনো সুযোগ নেই।

তিনি বলেন, ‘যারা অন্যায় করে, অত্যাচার করে নির্যাতন করে অবৈধভাবে ক্ষমতায়  থাকতে চায়। তারা কিন্তু টিকে থাকতে পারে না। এ থেকে বিএনপির নেতাকর্মীদের জন্য একটি শিক্ষণীয়  বিষয় আছে।’
 

বুধবার (৬ আগস্ট) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালীর ঝাউতলা এলাকায় আয়োজিত বিজয় শোভাযাত্রা শেষে পটুয়াখালী লঞ্চ টার্মিনালে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন তিনি।


বিজয় শোভাযাত্রা উপলক্ষে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পটুয়াখালীর ঝাউতলা এলাকায় জড়ো হন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চ টার্মিনালের সামনে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন মিছিলের নেতৃত্ব দেন। মিছিল থেকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

আরও পড়ুন: বিএনপির নেতাকর্মীরা কারো কাছে মাথানত করেনি: ফখরুল

এ সময় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ‘শেখ হাসিনা বলেছিল সে পালায় না, কিন্তু তার কর্মকাণ্ডে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছিল, তাই তার বিরুদ্ধে ছাত্র জনতা সবাই রুখে দাঁড়িয়ে ছিল। তাই সে বাধ্য হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে। তাই আমার নেতাকর্মীদের বলছি, আমরা তার মতো অত্যাচারী হবো না। আমরা সাধারণ মানুষকে ভালোবাসব। দেশের কল্যাণে কাজ করব।’

]]>
সম্পূর্ণ পড়ুন