বুধবার (১১ জুন) রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পায় প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শ্যামলী ও রাহবার পরিবহনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিউল মাজলুবিন রহমান।
যাত্রীদের অভিযোগ, পরিবহন কর্তৃপক্ষ স্বাভাবিক দিনে ৭০০ টাকার ভাড়া ১ হাজার টাকা নিচ্ছে। প্রতিবাদ করলেও কোনো কর্ণপাত করে না, বরং বলা হয়, ‘যেতে চাইলে যান, না চাইলে নাই।’
আরও পড়ুন: ঈদে বাড়তি দামে বিক্রির জন্য আলুর হিমাগারে মিষ্টি, মধ্যরাতে হাজির সেনাবাহিনী
অভিযান চলাকালে কয়েকটি পরিবহন কাউন্টারের কর্মীরা পালিয়ে যায়। তবে শ্যামলী ও রাহবার পরিবহনের কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেয়ার লিখিত ও মৌখিক প্রমাণ মেলে।
এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তারা বলেন, এতে ভাড়া নিয়ে নৈরাজ্য কমবে এবং শৃঙ্খলা ফিরবে।
ইউএনও শফিউল মাজলুবিন রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। যাত্রীদের হয়রানি রোধে এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে অভিযান অব্যাহত থাকবে।’
]]>