রোববার (৪ জানুয়ারি) দুপুরে জেলা শহরের পুরাতন জেলখানা রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযান সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন এলাকা অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে জেলা শহরের পুরাতন জেলখানা রোড এলাকায় এলপি গ্যাস বিক্রির সাব-ডিলার ‘নূর এলপিজি’ দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় ‘নূর এলপিজি’ দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য আদায়, মূল্য তালিকা না থাকা ও বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স না থাকায় মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: টাঙ্গাইলে সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
পাশাপাশি তাকে এ অপরাধগুলো সংশোধন করার জন্য সতর্ক করে দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·