ঈদে নিজ বাসায় নানা পদ খাওয়া তো হয়ই, আত্মীয়স্বজন কিংবা বন্ধুদের বাসাতেও দাওয়াত খেতে যেতে হয়। না চাইলেও অনেক সময় তাই বাড়তি খাওয়া হয়েই যায়। অতিরিক্ত খাওয়ার ফলে বুক জ্বালাপোড়া করা,পেট ব্যথা বা বমি বমি লাগার মতো উপসর্গ দেখা দিতে পারে। এগুলো মূলত পরিপাকতন্ত্রের ব্যাঘাতজনিত উপসর্গ। বেশি খেয়ে হাঁসফাঁস লাগলে বা অস্বস্তি হলে কিছু ঘরোয়া পরতিকারের সাহায্য নিতে পারেন। বিস্তারিত