‘অজ্ঞাত ড্রোন’ উড়তে দেখায় কোপেনহেগেন বিমানবন্দর বন্ধ ঘোষণা

১ সপ্তাহে আগে
বিমানবন্দরের কাছাকাছি অজ্ঞাত ড্রোন দেখা যাওয়ায় ডেনমার্ক কর্তৃপক্ষ কোপেনহেগেন বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। ফলে প্রায় ১৫টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। সোমবার (২২সেপ্টেম্বর) পুলিশ এবং বিমানবন্দর কর্মকর্তারা একটি বার্তা সংস্থাকে এসব তথ্য জানিয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দুই থেকে তিনটি অজ্ঞাত ড্রোন উড়তে দেখায় কোপেনহেগেন বিমানবন্দরের আকাশসীমা রাত ৮:৩০ থেকে বন্ধ করে দেয়া হয়। কোনো বিমান উড্ডয়ন বা অবতরণ করতে পারবে না বলে বিমানবন্দরের মুখপাত্র লিস অ্যাগারলি কার্স্টেইন বলেছেন।


মুখপাত্র বলেন, প্রায় ১৫টি ফ্লাইট অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।

 

আরও পড়ুন:সাইবার হামলার শিকার ইউরোপের একাধিক বিমানবন্দর, শত শত ফ্লাইট বাতিল

 

এদিকে, কোপেনহেগেন পুলিশ জানায়, বিমানবন্দরের উপর দিয়ে তিন বা চারটি বড় ড্রোন উড়তে দেখা গেছে।

 

কর্তব্যরত কর্মকর্তা অ্যানেট ওস্টেনফেল্ড জানান, তারা এদিক-ওদিক উড়ছিল, আসছিল এবং যাচ্ছিল। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

 

তবে তিনি বলতে পারেননি ড্রোনগুলো সামরিক নাকি বেসামরিক।


এদিকে, বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতির সমাধান না হওয়া পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। বিমানবন্দরের মুখপাত্র কার্স্টেইন বলেন, ‘বিমানবন্দর কখন চালু করা হবে এ বিষয়ে এখনও কোনো সময়সীমা ঠিক করা হয়নি।’


বেশ কয়েকটি ইউরোপীয় দেশ রাশিয়ার বিরুদ্ধে তাদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করার পর এই ঘটনাটি ঘটল। শুক্রবার এস্তোনিয়া জানিয়েছে, তিনটি রাশিয়ান মিগ-৩১ যুদ্ধবিমান অনুমতি ছাড়াই এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে।

 

আরও পড়ুন:এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে যা বললো রাশিয়া

]]>
সম্পূর্ণ পড়ুন