গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুই আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক ও জোয়েল উইলসন। এখন আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে অজি এই স্পিনারকে।
পরীক্ষার ফল আসার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে না খেলতে পারলেও, ঘরোয়া ক্রিকেটে বোলিং করে যেতে পারবেন তিনি। পরীক্ষায় উতরে গেলে কোনো সমস্যা নেই। আর পরীক্ষায় উতরাতে না পারলে বোলিংয়ে নিষিদ্ধ হবে কুনমান। বোলিং অ্যাকশন শুধরে পরীক্ষায় উতরে আবারও বোলিংয়ে ফিরতে পারবেন তিনি।
আরও পড়ুন: সরে দাঁড়ালেন স্টার্ক, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ
অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত পাঁচটি টেস্ট ও চারটি ওয়ানডে খেলেছেন কুনেমান। স্বীকৃত ক্রিকেটে তিনি খেলছেন ২০১৭ সাল থেকে। কিন্তু এই প্রথম তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলো।