অজি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

৪ সপ্তাহ আগে
সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে অজি স্পিনার ম্যাথু কুনেমান দারুণ পারফর্মেন্স করেছেন। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৬ উইকেট নিয়ে হয়েছে সর্বোচ্চ উইকেটশিকারি। তবে হঠাৎ দুঃসংবাদ পেলেন বাঁহাতি এই স্পিনার। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন ২৮ বছর বয়সি এই স্পিনার।

গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুই আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক ও জোয়েল উইলসন। এখন আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে অজি এই স্পিনারকে।


পরীক্ষার ফল আসার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে না খেলতে পারলেও, ঘরোয়া ক্রিকেটে বোলিং করে যেতে পারবেন তিনি। পরীক্ষায় উতরে গেলে কোনো সমস্যা নেই। আর পরীক্ষায় উতরাতে না পারলে বোলিংয়ে নিষিদ্ধ হবে কুনমান। বোলিং অ্যাকশন শুধরে পরীক্ষায় উতরে আবারও বোলিংয়ে ফিরতে পারবেন তিনি।

Matt Kuhnemann, who claimed 16 wickets in the Australia's 2-0 series win over Sri Lanka in Galle, has been reported for a suspect action https://t.co/ldAc61zXvD pic.twitter.com/fGuxk9Gepq

— ESPNcricinfo (@ESPNcricinfo) February 12, 2025


আরও পড়ুন: সরে দাঁড়ালেন স্টার্ক, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ 


অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত পাঁচটি টেস্ট ও চারটি ওয়ানডে খেলেছেন কুনেমান। স্বীকৃত ক্রিকেটে তিনি খেলছেন ২০১৭ সাল থেকে। কিন্তু এই প্রথম তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলো।

]]>
সম্পূর্ণ পড়ুন