আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করে শাস্তি পেয়েছেন ইশান্ত। সোমবার (৬ এপ্রিল) রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত গুজরাট-হায়দরাবাদ ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করেছেন এই তারকা। আর সে কারণে ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইপিএল কর্তৃপক্ষের দেয়া বিবৃতিতে জানানো হয়, কোড অব কন্ডাক্টের ২.২-ধারার অধীনে লেভেল ওয়ানের আওতায় দোষী সাব্যস্ত হয়েছেন ইশান্ত। ইশান্ত নিজেও নাকি অপরাধ মেনে নিয়েছেন, এ কারণে কোনো শুনানির প্রয়োজন হয়নি। তবে ঠিক কী কারণে শাস্তি পেলেন প্রবীন এই ক্রিকেটার, স্পষ্টভাবে জানা যায়নি।
আইপিএলের নিয়মাবলীর ২.২ অনুচ্ছেদে বলা হয়েছে, স্বাভাবিক এবং ক্রিকেটীয় কার্যকলাপের বাইরে যে কোন কাজ, যেমন উইকেটে আঘাত করা বা লাথি মারা, ইচ্ছাকৃত ভাবে, বেপরোয়া ভাবে বা অনিচ্ছাকৃত ভাবে বিজ্ঞাপন বোর্ড, বাউন্ডারি লাইন, ড্রেসিং রুমের দরজা, আয়না, জানালা এবং অন্যান্য জিনিসপত্র এবং ফিটিংগুলির ক্ষতি করলে এই ধারায় শাস্তি পেতে হবে। স্পষ্টভাবে না জানা গেলেও এগুলোর মধ্যে কোনো একটি অপরাধ করেছেন ইশান্ত।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার খবরই তাতিয়ে দিয়েছিল সিরাজকে
শাস্তির পাওয়া ইশান্ত গতকালের ম্যাচেও ছিলেন বেশ অনুজ্জ্বল। চার ওভারে ৫৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। একই পিচে বল হাতে ফুল ফুটিয়েছেন মোহাম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণারা। এই দুজন পেসার মিলে নিয়েছেন ৬ উইকেট।
ইশান্ত খুব একটা ভালো না করলেও তার দল জয়ের ধারায় রয়েছে। চার ম্যাচের তিনটিতে জেতা গুজরাট টাইটান্স ছয় পয়েন্ট নিয়ে এখন আছে পয়েন্ট তালিকার দুই নম্বরে। অন্যদিকে পাঁচ ম্যাচের একটিতে জয় পাওয়া সানরাইজার্স হায়দরাবাদ আছে তলানিতে।
]]>