ভুক্তভোগীদের অভিযোগ কিডনি জটিলতা নিয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে খান জাহান আলী থানার যোগিপোল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম হাসপাতালে ভর্তি হন। রাতে অবস্থার অবনতি হলে একজন ওয়ার্ডবয়কে টাকা দিয়ে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু রোববার (২১ সেপ্টেম্বর) সকালে আব্দুর জব্বার নামের আরেকজন ক্লিনার (পরিচ্ছন্নতাকর্মী) সেই অক্সিজেন খুলে নিয়ে যায়। এ সময় রোগীর লোকজন বাধা দিলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে সে। অক্সিজেন খুলে নেয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে মারা যান সাইফুল।
ভুক্তভোগীদের অভিযোগের সত্যতাসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছে বলে জানান দুর্নীতি দমন কমিশন খুলনা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ।
আরও পড়ুন: খুমেকে জোর করে অক্সিজেন খুলে নেয় ক্লিনার, একটু পরেই রোগীর মৃত্যু
আর রোগী মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম।
বেলা ১২টা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই অভিযানে দুজন দালালকেও আটক করে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেয় দুদক। একই সাথে অভিযুক্ত ক্লিনারের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের বিষয় উল্লেখ করেন তারা।