অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে পারে বাংলাদেশ

৩ সপ্তাহ আগে
গত বছর আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সিরিজ স্থগিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে পারে বাংলাদেশ। আগামী অক্টোবরে সাদা বলের সিরিজ খেলার বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে আলোচনা চলছে বিসিবির। এমন খবরই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

ক্রিকবাজ জানিয়েছে, সিরিজটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি থাকার সম্ভাবনা রয়েছে, যা অক্টোবরের প্রথমার্ধে  দুবাইয়ে অনুষ্ঠিত হতে পারে। সেই মাসের দ্বিতীয়ার্ধে উভয় দলেরই আন্তর্জাতিক ব্যস্ততা রয়েছে। বাংলাদেশ নিজ মাঠে পূর্ণাঙ্গ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজকে স্বাগত জানাবে, অন্যদিকে আফগানিস্তান যাবে জিম্বাবুয়ে সফরে।


গত বছর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ অ্যাওয়ে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। সেই সিরিজে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে সেই সিরিজ স্থগিতের অনুরোধ জানিয়েছিল বিসিবি।


পরবর্তীতে এসিবি জুলাই-আগস্ট মাসে ভারতের গ্রেটার নয়ডায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ খেলার প্রস্তাব দেয়। কিন্তু বিসিবি মনে করে, ওই সময়ে ভারতের ওই অঞ্চলের আবহাওয়া আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য উপযুক্ত নয়।


আরও পড়ুন: দুই মেহেদীকে নিয়ে দ্বিধায় নির্বাচকরা


বিসিবির ক্রিকেট অপারেশনের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফীস শুক্রবার (১৮ জুলাই) ক্রিকবাজকে বলেন, 'আমরা এসিবির সঙ্গে আলোচনা করছি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজের ব্যাপারে, যা ২০২৪ সালে স্থগিত হওয়া সিরিজের অংশ। দুইটি টেস্ট ম্যাচ আমরা পরে দুই বোর্ডের সুবিধামতো সময়ে খেলব।'


নাফীস আরও বলেন, 'যদিও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি, পরিকল্পনা অনুযায়ী সব কিছু ঠিকঠাক চললে সিরিজটি আসন্ন অক্টোবরে অনুষ্ঠিত হতে পারে। এর আগেও আমরা আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেছিলাম, কিন্তু তা এই স্থগিত সিরিজের অংশ ছিল না।"


আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র সৈয়দ নাসীম সাদাতও ক্রিকবাজের প্রশ্নে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে, তিনি এ বিষয়ে কোনো বিস্তারিত মন্তব্য করেননি।

]]>
সম্পূর্ণ পড়ুন