শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ শফিকুল আলম বলেন, ‘অনেকে প্রশ্ন তোলে— আওয়ামী লীগের ভোটাররা নির্বাচনে এলে কী করবে? আমি বলি, তারা এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। গত সাড়ে ১৫ বছর তারা নিজেরা ভোট দিতে পারেনি, তাদের হয়ে পুলিশ ভোট দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা বলছি, খুব ভালো একটি নির্বাচন হতে যাচ্ছে। আমাদের বিদেশি বন্ধুরাও এই নির্বাচন নিয়ে আশাবাদী। তারা সরকারের ওপর আস্থা রাখছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিচ্ছে। কেউ কিন্তু নির্বাচন নিয়ে সংশয়ের কথা বলেনি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘ইউটিউব ও টিকটকে কিছু মানুষ বেশি ভিউ পাওয়ার জন্য বলে— নির্বাচন হবে কি না। এসব ভিত্তিহীন কথা। নির্বাচন ভালোভাবেই হবে, ইনশাল্লাহ। এই নির্বাচন বানচাল করার কারো সাধ্য নেই।’
আওয়ামী লীগের সমালোচনা করে প্রেস সচিব বলেন, ‘আওয়ামী লীগের কেউ এসে কি ক্ষমা চাইছে? কেউ কি অনুতপ্ত হচ্ছে? বরং তারা প্রশ্ন তোলে— ৩ হাজার পুলিশকে কে মেরেছে। অথচ আন্দোলনে লাখো মানুষ অংশ নিয়েছে, মেয়েরাও সামনের সারিতে ছিল। তারপরও বলা হচ্ছে— সবাই নাকি জঙ্গি। পুরো জাতিকে জঙ্গি বানিয়ে দেয়া হয়েছে।’
আরও পড়ুন: হাসিনাশাহীর মতো দানব ঠেকাতে সবাই ‘হ্যাঁ’ ভোট দিন: শফিকুল আলম
তিনি উদাহরণ টেনে বলেন, ‘নামকরা সাংবাদিক এনায়েতুল্লাহ খান একসময় বলেছিলেন, শেখ মুজিবুর রহমান যে পলিসি নিয়েছিলেন, তাতে করে সারা বাংলাদেশের তখন ৬ কোটি ৫০ লাখ লোককে তিনি রাজাকার বলেছিলেন। আওয়ামী লীগের শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা পুরো বাংলাদেশের সবাইকে জঙ্গি বলছেন। পৃথিবীর কে আছে যে তার প্রতি সহানুভূতি দেখাবে।‘
মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সিনিয়র সাংবাদিক মো. আরজু, পীযুষ কান্তি আচার্য, আল আমীন শাহীন, বিশ্বজিৎ পাল বাবু এবং যমুনা টিভির স্টাফ রিপোর্টার শফিকুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকরা।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
সভা সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ।

১৩ ঘন্টা আগে
২







Bengali (BD) ·
English (US) ·